Search

Suggested keywords:

ডায়মন্ড হারবারের জয়, জিতল ইউনাইটেড, খিদিরপুর

ডায়মন্ড হারবারের জয়, জিতল ইউনাইটেড, খিদিরপুর

আবার জয় পেলো ডায়মন্ড হারবার এফসি। সোমবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে তারা ১-০  গোলে হারালো সুরুচি সংঘ কে। খেলার ৬৭ মিনিটে জয়সূচক গোলটি করেন জবি জাস্টিন।

অন্য দিকে চুঁচুড়া স্টেডিয়ামে খিদিরপুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারালো আর্মি রেড কে। বিজয়ী দলের পক্ষে গোল করেন Chusaba Bariam। বারাকপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য খেলায় ইউনাইটেড স্পোর্টস ক্লাব ৩-০ গোলের ব্যবধানে জিতল ওয়ারি এসির বিরুদ্ধে। ইউনাইটেডের হয়ে গোল করেন সৌরেন্দ্র নাথ বিশ্বাস, তারক হেমব্রম ও Bhanyu Bansal।

Powered by Froala Editor