Search

Suggested keywords:

পয়েন্ট কাটা গেল ইস্টবেঙ্গলের

পয়েন্ট কাটা গেল ইস্টবেঙ্গলের

পয়েন্ট কাটা গেল ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সিলেন্স এর। নার্সারি ডিভিশনের বি গ্রুপের খেলায় মার্কাস স্কোয়ারে সেন্ট্রাল ক্যালকাটা ভেটারেন্স  ক্লাবের বিরুদ্ধে ম্যাচে সি এম এস এর নিয়ম বিধি লঙ্ঘনের কারণে  এই পয়েন্ট কাটা হল।  এই পয়েন্ট দেওয়া হল প্রতিদ্বন্দ্বী দল সেন্ট্রাল ক্যালকাটা ভেটারেন্স এস সি কে। একই কারণে মাকরদহ স্পোর্টিং ক্লাবের পয়েন্ট কেটে নিয়ে সালকিয়া কোচিং সেন্টার কে দেওয়া হয়।বুধবার  নার্সারি কমিটির  বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে  নার্সারি কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়,সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল,দিলীপ নারায়ন সাহা সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি|


Powered by Froala Editor