শনিবার প্রথম ডিভিশনের ম্যাচে কোন্নগরে ঐক্য সম্মিলনী এফ সি আই কে এর ২-১ গোলে পরাজিত করে। ঐক্যর গোল দুটি সৌরভ মোদক ও সৈকত মন্ডলের। এফ সি আইয়ের গোল দেবজিত রায়ের। ব্যারাক পুর স্টেডিয়ামে অ্যাডামস ইউনাইটেড স্পোর্টস আকাদেমি ২-০ গোলে সুবর্বান ক্লাব কে গোল করেন। অ্যাডামস এর গোল ধুমা মুর্মু ও কাজী তালালের। শ্রীরামপুরে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ৪-১ গোলে ক্যালকাটা এফ সি কে হারায়। ইউনাইটেডের হয়ে রাহুল বেনু তিনটি ও রাহুল দোয়ারী একটি গোল করেন। সি এফ সির গোলটি নাজিবুল হাসান পেয়াদার। বাঁশবেড়িয়ায় ডালহৌসি এসি ৩-০ ব্যবধানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস সি কে হারায়। বিজয়ী দলের পক্ষে গোল করেন দয়াল বিশ্বাস, সমীর বর্মন ও শুকদেব দাস। মাকরদা মাঠে সালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও তালতলা ইনস্টিটিউট এর খেলাটি ১-১ গোলে শেষ হয়। শালকিয়ার পক্ষে অঙ্কুশ রায় এবং তালতলার হয় জোয়েল টুডু গোল করেন। কাঁকিনারায় দি সিটি এসি ও উত্তরপল্লী এম এসের খেলাটি ২-২ গোলে শেষ হয়। সিটির হয়ে গোল করেন রাকেশ কাপুরিয়া ও অ্যালেক্স আকাশ মন্ডল। অন্য দিকে উত্তর পল্লীর হয়ে গোল করেন গৌরব রাজভর ও শত প্রিয় সাউ।
Powered by Froala Editor