Search

Suggested keywords:

সিটি এসির বিশাল জয়

সিটি এসির বিশাল জয়

প্রথম ডিভিশনের খেলায় শনিবার মাকরদা মাঠে এয়ার লাইন্স ক্লাব ১-০ গোলে চাঁদনী স্পোর্টিং ক্লাব কে হারিয়েছে। একমাত্র গোলটি করেন সুমিত মজুমদার। রানাঘাট  স্টেডিয়ামে দি সিটি এসি ৪-০ গোলে ক্যালকাটা ফুটবল ক্লাব কে হারায়। সিটির হয়ে অভিক ওরাও, আলেক্স আকাশ মন্ডল, শুভম হেমব্রম ও রাকেশ কপুরিয়া গোল করেন।


তৃতীয় ডিভিশনের খেলায় পুলিশ মাঠে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব দ্যা ডেফ ৩-০ গোলে হারালো বার্নপুর ইউনাইটেড কে।  বিজয়ী দলের বিশাল দাস, রোহিত দাস ও সুরজিৎ করণ গোলগুলো  করেন। বি আর আম্বেদকর মাঠে টাউন ক্লাব ২-১ গোলে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন কে হারিয়েছে।  টাউনের পক্ষে অঙ্কিত মজুমদার ও কুন্তল বাগ গোল করেন। অন্য দিকে  জেফার গোলটি প্রদীপ হালদারের। কাস্টমস মাঠে বাটা এস সি ১-০ গোলে হারালো সোনালী শিবিরকে।  বাটার গোলটি করেন সিধু মন্ডল। বিজি প্রেস মাঠে শ্যামবাজার ইউনাইটেড  সুমন্ত সরকারের গোলে ১-০ ব্যবধানে হারায়  বালি প্রতিভা ক্লাব কে।

পঞ্চম ডিভিশনের খেলায় তালতলা মাঠে ক্যালকাটা পার্সি ক্লাব ২-০ গোলে হারায়   বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন কে। বিজয়ী দলের পক্ষে গোল করেন শেখ শাহিদ ও সুরজ দাস। ওয়াই এম সি এ মাঠে শিবপুর ইনস্টিটিউট ১-১ গোলে ড্র করল নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইন্সটিটিউট এর সঙ্গে।  শিবপুরের হয়ে গোল করেন তীর্থঙ্কর দাস, গুরুদাস এর গোলটি করেন সায়ন দলুই।  দেশবন্ধু পার্কে  তপন মেমোরিয়াল ও যুগশান্তি ক্লাবের খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। তপন মেমোরিয়ালের হয়ে  মহম্মদ মিনহাজ উদ্দিন, অতনু পন্ডিত ও ত্রিদীপ দাস গোল করেন অন্যদিকে যুগশান্তি এস সির হয়ে সত্যজিৎ বিশ্বাস,অয়ন দাস ও শেখ  শামীম আখতার গোল করেন।


Powered by Froala Editor