তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় তালতলা মাঠে আলিপুর স্পোর্টিং ক্লাব ও টাউন ক্লাবের খেলাটি গোলশূন্য ড্র হয়।
তিহুরিয়া মাঠে সোনালী শিবির এসি ৪-১ গোলে হারালো শ্যামবাজার ইউনাইটেড ক্লাব কে। সোনালীর হয়ে গোল করেন হৃতিক কামতি দুটি,অভিজিত মান্ডি ও বিজয় অধিকারী। শ্যামবাজারের গোলটি তুষার ঘোষের।দেশবন্ধু পার্কে কাশিপুর সরস্বতী ক্লাব ও গরলগাছা এস সির খেলাটি পরিত্যক্ত হয়েছে।
Powered by Froala Editor
Related posts
ভিক্টোরিয়া, সোনারপুর ওয়াই এম এস এ, জানবাজার, কোল ইন্ডিয়ার জয়
7 September, 2024
1 mins read
Anirban Roy Sarkar