আন্ত জেলা অনূর্ধ্ব চোদ্দ ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বের গ্রুপ এ র ম্যাচে হলদিয়ায় দুর্গাচক স্টেডিয়ামে দক্ষিণ চব্বিশ পরগনা ৪ -১ গোলে হারালো মেদিনীপুর কে। অন্য দিকে গ্রুপ বি এর ম্যাচে জলপাইগুড়িতে সাই কমপ্লেক্স বিশ্বাবাংলা স্টেডিয়ামে পশ্চিম বর্ধমান ৫-১ গোলে হারালো মালদা কে। বিজয়ী দলের পক্ষে সাগিন হাঁসদা হ্যাটট্রিক করে। জোড়া গোল অনীক সূত্রধরের। মালদার একমাত্র গোলটি ইলিয়াস হাঁসদার।
Powered by Froala Editor