Search

Suggested keywords:

মৈত্রী সংঘ, উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব, যাদবপুর অগ্রগামী,অ্যালবার্ট এস সি,বেহালা এ এস এ, গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব এর জয়

মৈত্রী সংঘ, উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব, যাদবপুর অগ্রগামী,অ্যালবার্ট এস সি,বেহালা এ এস এ, গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব এর জয়

চতুর্থ ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে মৈত্রী সংঘ ৩-১ গোলে বেনিয়া পুকুর ইনস্টিটিউট কে হারায়। মৈত্রীর হয়ে ওয়াসিম মীর দুটি ও সায়ন দাস গোল করেন। বেনিয়াপুকুরের গোলটি দেবনাথ দাসের।

টাউন মাঠে উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে নিবেদিতা ক্লাব কে হারিয়েছে। উত্তরপাড়ার হয়ে পবিত্র মান্ডি দুটি ও শৈলেন টুডু গোল করেন। নিবেদিতার হয়ে সুজয় মোড়ল ও নায়েম মোল্লা গোল করেন।

ওয়াই এম সি এ মাঠে যাদবপুর অগ্রগামী ৮-২ গোলে ওয়াই এম সি এ (কলেজ) কে হারায়। যাদবপুরের হয়ে সাহিল মন্ডল তিনটি,আকাশ মন্ডল ও রিক অধিকারী দুটি করে ও দিলীপ মামগোয়ার গোল করেন।

বিজি প্রেস মাঠে অমুজি কালীঘাট ফ্রেন্ডস ক্লাব ও রাখি সংঘের খেলাটি গোলশূন্য ড্র হয়।

হাইকোর্ট মাঠে অ্যালবার্ট এস সি ১-০ গোলে আর টি স্পোর্টিং ক্লাব কে হারিয়েছে। একমাত্র গোলটি করেন প্রিন্স মন্ডল।

বিধাননগর টু মাঠে বেহালা এ এস এ আনিস লামার একমাত্র গোলে ১-০ ব্যবধানে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব কে হারায়।

তালতলা মাঠে গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ২-১ গোলে সিঁথি রাসবিহারী এবিএম কে হারায়। গোয়ানের হয়ে মানস সামন্ত জোড়া গোল করেন। সিঁথির গোলটি গিরীধর দাসের।


দেশবন্ধু পার্ক মাঠে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে স্পোর্টিং ইউনিয়ন কে হারিয়েছে। পাইকপাড়ার আকাশ বাউরি ও সোমনাথ মালিক গোল করেন। স্পোর্টিংয়ের গোলটি করেন সম্রাট সর্দার।

Powered by Froala Editor