ছন্দে ফিরতেই ইস্টবেঙ্গল ঘরের মাঠে ৬-০ গোলে হারিয়ে দিল পুলিশ এ সি দলকে। পুলিশের ব্যারিকেড ডেঙে চুরমার করে দিয়েছেন লাল হলুদ ফুটবলাররা। এক কথায় বলা হয় পুলিশ কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারে নি। বৃষ্টি ভেজা মাঠে ইস্টবেঙ্গলের ফুটবলাররা খেলার শুরু থেকে আক্রমণ গড়ে পুলিশের রক্ষণভাগকে চুরমার করে দিয়েছে। প্রথম থেকে সায়ন ব্যানার্জীকে খেলিয়ে কোচ বিনো জর্জ সফল হয়েছেন। খেলার ১৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে সায়ন ব্যানার্জী গোল করে দলকে এগিয়ে দেন। ৪১মিনিটে পি ভি বিষ্ণু গোল করেন। প্রথম পর্বে আর গোল হয় নি।
তবে দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গল আরও প্রাধান্য দেখিয়ে চারটি গোল পেয়ে যায়। ৬৭মিনিটে শ্যামল বেসরা গোল করে ৩-০ ব্যবধান গড়ে তোলেন। জেসন টি কে জোড়া গোল করেন ৬৭ ও ৭২ মিনিটে। স্বাভাবিক ভাবেই লাল হলুদ ফুটবলাররা হালকা চালে খেলতে থাকেন। দলের হয়ে ষষ্ঠ গোলটি করার কৃতিত্ব দেখান আমান সি কে। মাঠে ছোটদের খেলা দেখলেন সিনিয়র দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। তাদের খেলা দেখে খুশি হয়েছেন কোচ কার্লোস কুয়াদ্রাত । এখানে উল্লেখ করা যেতে পারে ডার্বি ম্যাচ জেতার পরের ম্যাচে ইস্টবেঙ্গল পয়েন্ট হারিয়ে ছিল কাস্টমসের সঙ্গে ড্র করে। শুক্রবার পুলিশ এ সি কে হারিয়ে জয়ের পথে ফিরল ইস্টবেঙ্গল ।
Powered by Froala Editor