বারাকপুর স্টেডিয়ামে পুলিশ এসি ৩-০ গোলে অল ইন্ডিয়া রিক্রিয়েশন ক্লাব কে হারায়। গোল করেছেন সৌপর্ণ বাগ, দেবারতি রায় ও অনিতা সোরেন। এইচ বি টাউন মাঠে জে বি পুর এফ এ ৫ -1 গোলে রামপুর মিলন সংঘ কে হারায়।বিজয়ী দলের পক্ষে সুপর্ণা দাস হ্যাটট্রিক করেন। অন্য দুটি গোল সুজাতা দাস, মুংলি মুর্মু। রামপুর মিলন সংঘের গোলটি নিশা মন্ডলের। কাঁচরাপারা বি আর আম্বেদকর মাঠে ভারতী আদিবাসী সোসাইটি 6-0 গোলে ভাঙর স্পোর্টস ডাবলু এফ কে হারায়। বিজয়ী দলের পক্ষে অঙ্কিত মন্ডল তিনটি, পূর্ণিমা মুন্ডা দুটি ও বেলা নস্কর গোল করেন।
Powered by Froala Editor