Search

Suggested keywords:

গোলের বন্যা বাংলার

গোলের বন্যা বাংলার

কল্যানী স্টেডিয়ামে গোলের বন্যা বাংলার। সোমবার সন্তোষ ট্রফির বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশ কে ৭-০ গোল হারালো বাংলা। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বাংলার ছেলেরা। ৮ মিনিটে মনতোষ মাঝি প্রথম গোলের মুখ খুলে দলকে এগিয়ে দেন। ১১ মিনিটেই দলের দ্বিতীয় গোল রবি হাঁসদার। তার পর থেকে গোল করার ক্ষেত্রে রবি ও মনোতোষ এর যুগলবন্দী শুরু হয়। যার দৌলতে বিরতির আগেই  ৫-০ গোলে এগিয়ে যায় বাংলা। বিরতির পর খেলা শুরু হতেই আবার গোল ম্যাজিক শুরু বাংলার । ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রবি হাঁসদা। শেষ পর্যন্ত খেলার ফলাফল বাংলার অনুকূলে ৭-০। এর আগে সোমবার সকালে অন্য ম্যাচে ঝাড়খণ্ড ৫-৩ গোলে বিহার কে হারায়। টানা দুই ম্যাচে জয়ের ফলে বাংলা এখন গ্রুপ শীর্ষে রয়েছে। বুধবার গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলা বিহারের মুখোমুখি হবে।

Powered by Froala Editor