আবারও পয়েন্ট নষ্ট মোহনবাগানের। প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে আসোস রেনবো এসির বিরুদ্ধে ম্যাচে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল মোহনবাগান কে। প্রথমার্ধে সুহেল ভাটের জোড়া গোলে এগিয়ে ছিল মোহনবাগান। ওই অর্ধের শেষ দিকে সৌরভ দাশগুপ্ত ব্যবধান কমান। এর পর পেনাল্টিতে সমতার গোল রাজেন বর্মনের। ডার্বি ম্যাচের আগে জয় অধরাই থাকলো সবুজ মেরুণের।
Powered by Froala Editor