আইএফএ পরিচালিত ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ জমে উঠেছে। শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে স্পেস সার্কেল ক্লাবে প্রথম ম্যাচে মামনি পাঠচক্র ৮-৩ গোলে অ্যাডামস ইউনাইটেড কে হারায়। দ্বিতীয় ম্যাচে ভবানীপুর ক্লাব ১২-২ গোলে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে। তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল খিদিরপুর স্পোর্টিং ক্লাব ও ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই ম্যাচে খিদিরপুর স্পোর্টিং ক্লাব ৭-৬ গোলে হারিয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব কে। দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ও অ্যাডামস ইউনাইটেড। এই খেলায় অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ৬-৪ গোলে হারায় অ্যাডামস ইউনাইটেড কে।
Powered by Froala Editor