Search

Suggested keywords:

জয়ে ফিরল ডায়মন্ড হারবার

জয়ে ফিরল ডায়মন্ড হারবার

শেষ মুহূর্তে পেনাল্টির গোলে জয় ডায়মন্ড হারবারের। সোমবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে তারা ১ -০ গোলে হারালো এরিয়ান ক্লাবকে। খেলার ৮৯ মিনিটে পেনাল্টি থেকে ডায়মন্ডের পক্ষে একমাত্র গোলটি করেন রাহুল পাসোয়ান। গত ম্যাচ বি এস এস এস সি র বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর আবার জয়ের রাস্তায় ফিরে এলো জবি জাস্টিনরা।

Powered by Froala Editor