Search

Suggested keywords:

জিতল অ্যাডামস

জিতল অ্যাডামস

প্রথম ডিভিশনের খেলায় মাকরদা ইউনিয়ন মাঠে উত্তরপল্লী এম এস ও তালতলা একতা সংঘের খেলাটি গোলশূন্য ড্র হয়।

কল্যানী বি থ্রি মাঠে অ্যাডামস ইউনাইটেড এস এ ১-০ গোলে হারালো হাওড়া ইউনিয়ন কে। জয়সূচক গোলটি করেন স্বর্নদীপ সাংমা।

বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে দি সিটি এসি ও ইউনাইটেড কলকাতা এস সির খেলাটি গোলশূন্য ড্র হয়।

কাকিনারায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস সি  ও এফ সি আই ( ইস্ট জোন) এর খেলাটি গোলশূন্য ড্র হয়।

কোন্নগরে বি এন আর রিক্রিয়েশন ক্লাব ও ইয়ং কর্নারের খেলাটি ১-১ গোলে শেষ হয়। বি এন আরের তুহিন দাস ও ইয়ং কর্নারের জয়ন্ত ঘোষ গোল করেন।

Powered by Froala Editor