Search

Suggested keywords:

প্রথম ডিভিশনে জিতল কলকাতা ইউনাইটেড এস সি ও বিশাল জয় আরিয়াদহের

প্রথম ডিভিশনে জিতল কলকাতা ইউনাইটেড এস সি ও বিশাল জয় আরিয়াদহের

প্রথম ডিভিশনের খেলায়  বাঁশবেরিয়ায়  চাঁদনী এস সি   ও ইয়ংস কর্নার এর খেলাটি ১-১ গোলে ড্র হয়। চাঁদনীর গোলটি করেন সুশোভন বেরা ও ইয়ং কর্নারের গোল অভিজিত দাসের। কাকিনাড়ায় অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ও ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এস সির খেলাটি গোলশূন্য শেষ হয়।কল্যানী বি ৩ মাঠে  ইউনাইটেড কলকাতা এস সি ২-০ গোলে ডালহৌসি ক্লাব কে হারিয়েছে।   ইউনাইটেডের জোড়া গোল রাহুল ভেনু গোল করেন।

দ্বিতীয় ডিভিশনে পায়রা ডাঙায়  নর্থ এন্টালি ইউ টি এস ও রামকৃষ্ণ এসসি কে ২-১ গোলে হারালো। নর্থ এন্টালীর গোল দুটি করেন গুলফান আসলাম লারি ও ভাস্কর সিং, রামকৃষ্ণর গোলটি বিষ্ণুদেব সর্দারের। বি আর আম্বেদকর মাঠে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব ১-০ গোলে জ্যোতির্ময় এসি কে হারায়।  বিজয়ী দলের পক্ষে গোল করেন এরফান আলী।

চতুর্থ ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে আরিয়া দহ স্পোর্টিং ক্লাব ৯-০ গোলে হারালো সেন্ট্রাল ক্যালকাটা এস সি কে হারায়। আরিয়াদহের পক্ষে জোড়া গোল করেন অনির্বাণ পাল,সোহেল আলি , অন্য গোল গুলি দীপ দাস,প্রণব সরদার, সম্রাট দাস ও নিশান বাসফর।

Powered by Froala Editor