কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। প্রথম দুই স্থানে থাকার জন্য উপভোগ্য লড়াই চলেছে ইউনাইটেড কলকাতা এস সি এবং শ্রীভূমি ফুটবল ক্লাব এর মধ্যে। সোমবার বিধাননগর মাঠে ইউনাইটেড কলকাতা এস সি ৩-০ গোলে হারালো বি এন আর রিক্রিয়েশন ক্লাব কে। ইউনাইটেডের পক্ষে গোল করেন রাহুল ভিপি, সমীর প্রধান ও ওয়াই কৃষ্ণ এমপি। অন্য দিকে বারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি এফ সি ৩-০ গোলে হারালো দি সিটি এসি কে। শ্রীভূমির হয়ে কুণাল ঘোষ দুটি ও সফিক আলি গায়েন গোল করেন।
সোমবার প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় বিধান নগর মাঠে ইউনাইটেড কলকাতা এস সি ৩-০ গোলে বি এন আর রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে। ইউনাইটেডের পক্ষে রাহুল ভিপি, সমীর প্রধান ও ওয়াই কৃষ্ণ এম পি গোল করেন। অন্য দিকে বারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি এফ সি ৩-০ গোলে দি সিটি এসি কে হারায়। শ্রীভূমির হয়ে কুণাল ঘোষ দুটি ও সফিক আলি গায়েন গোল করেন।
Powered by Froala Editor