Search

Suggested keywords:

জিতল ডায়মন্ড হারবার

জিতল ডায়মন্ড হারবার

রবিবার নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি ৪-০ গোলের ব্যবধানে হারালো ক্যালকাটা কাস্টমস ক্লাব কে। ডায়মন্ড হারবারের হয়ে গোল করেন রাহুল পাসোয়ান, জবি জাস্টিন, গিরিক খোসলা ও নরহরি শ্রেষ্ঠা।




প্রথম ডিভিশনের খেলায় কোন্নগর মাঠে তালতলা একতা সংঘ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস সির খেলাটি ১-১ গোলে ড্র হয়।তালতলার গোলটি করেন সুরেশ কিস্কু। অন্যদিকে পুলিশের গোল টি করেন সৌরভ সর্দার।

অঙ্কুরহাটি মাঠে দি  সিটি এসি ২-০ গোলে ডালহৌসি এসি কে হারিয়েছে।সিটির হয়ে গোল করেন প্রকাশ ব্যানার্জী ও আমির সর্দার।

রানাঘাট স্টেডিয়ামে উত্তরপল্লী এম এস ২-১ গোলে হারালো অ্যাডামস ইউনাইটেড এস এ কে। উত্তরপল্লীর হয়ে  সুরজিৎ দত্ত ও আকাশ দাস গোল করেন।অ্যাডামাসের গোলটি করেন ধুমা মুর্মু।



দ্বিতীয় ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে সোনারপুর ওয়াই এম এস এ ১-০ গোলে হারালো ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব কে। একমাত্র গোলটি করেন সৌমজিৎ তরফদার।

বিধাননগর এম এস সি মাঠে বিধাননগর এম এস এ  মিলন মান্ডি ও বরুণ মুর্মুর করা গোলে ২-০ ব্যবধানে জিতল বাঁশদ্রনি ইয়ং বেঙ্গল এস এ কে।


তিহুরিয়া মাঠে  কোল ইন্ডিয়া এস পি এ ২-০ গোলে হারালো নর্থ এন্টালি ইউ টি এস কে। কোল ইন্ডিয়ার জোড়া গোল ইয়াজুল মোল্লার।


টাউন মাঠে সাদার্ন এসি ও দি মুসলিম ইনস্টিটিউট এর খেলাটি গোলশূন্য শেষ হয়।

ওয়াই এম সি এ মাঠে  রামকৃষ্ণ এস সি ১-০ গোলে হারিয়েছে তালতলা ইনস্টিটিউট কে। জয়সূচক গোলটি করেন অরিত্র সাহা সর্দার।

তালতলা মাঠে জোড়াবাগান ক্লাব ১-০ গোলে হারালো ভিক্টোরিয়া এস সি কে।


দেশবন্ধু পার্কে জ্যোতির্ময় এসি ১-০ গোলে হারালো মৌরী এসসি কে। একমাত্র গোলটি করেন সিমরানপ্রিত সিং।


গয়েশপুর মাঠে রাজস্থান ক্লাব ৪-৩ গোলে হারালো জানবাজার এসি কে। রাজস্থানের তুষার ওরাও ও  মহম্মদ হাসান আনসারি দুটি করে গোল করেন। জানবাজারের হয়ে গোল করেন অজয় ওরাও,সৌরভ বিশ্বাস ও বাকিবুল মোল্লা।

Powered by Froala Editor