প্রিমিয়র ডিভিশন লিগের সুপার সিক্সের লড়াই জমে উঠেছে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ জয়ের পরে শনিবার নিজেদের প্রথম ম্যাচ জিতল ডায়মন্ডহারবার এফসি। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফ সি ২-০ গোলে হারাল সুরুচি সংঘকে। সদ্য আই লিগ-থ্রিতে পরবর্তী রাউন্ডে পৌঁছে যাওয়া ডায়মন্ডহারবার এদিন প্রথমার্ধেই দুটি গোল পেয়ে যায়। কুড়ি মিনিটে লালসেইম চোঙলাই গোল করে দলকে এগিয়ে দেন। তিন মিনিট পরেই রাহুল কুমার পাসোয়ান ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা আর বাড়েনি। এই জয়ের ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ইস্টবেঙ্গলের ঘাড়ে নিশ্বাস ফেলছে ডায়মন্ডহারবার এফসি।
Powered by Froala Editor