Search

Suggested keywords:

জ্যোতির্ময় এসি ও বাঁশদ্রনি ইয়ং বেঙ্গল এস-এর জয়

জ্যোতির্ময় এসি ও বাঁশদ্রনি ইয়ং বেঙ্গল এস-এর জয়

দ্বিতীয়  ডিভিশনের খেলায়  জ্যোতির্ময় এসি ২-১গোলে জোড়াবাগান ক্লাবকে হারিয়েছে । জ্যোতির্ময় এসির হয়ে গোল করেন সিমরান প্রিত সিং ও দীপঙ্কর খান। জোড়া বাগানের গোলটি সুরজিৎ হাঁসদার।

গয়েশপুরে সাদার্ন এসি ও রাজস্থান ক্লাবের খেলাটি পরিত্যক্ত হয়েছে।

দেশবন্ধু পার্কে বাঁশদ্রনি ইয়ং বেঙ্গল এস এ ২-১ গোলে তালতলা ইনস্টিটিউট কে হারায়। ইয়ং বেঙ্গলের হয়ে গোল করেন পার্থ সারথী মান্না ও কৃষ্ণ রবিদাস। তালতলার গোলটি করেন জামির আখতার গায়েন।

Powered by Froala Editor