Search

Suggested keywords:

তৃতীয় ডিভিশনে জয়ী ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব ডেফ

তৃতীয় ডিভিশনে জয়ী ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব ডেফ

বুধবার তৃতীয় ডিভিশনের খেলায়   টাউন মাঠে মনোহরপুকুর মিলন সমিতি ও কুমোরটুলি ইনস্টিটিউট এর খেলাটি গোলশূন্য শেষ হয়।

ওয়াই এম সি এ মাঠে বালি দেশবন্ধু ক্লাব এইচ এম এস এ ও গ্রিয়ার এস সির খেলাটি ১-১ গোলে শেষ হয়। বালির পক্ষে দেবরাজ বিশ্বাস ও গ্রিয়ারের হয়ে সরোজ মাজি গোল করেন।তালতলা মাঠে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব দ্যা ডেফ আদিত্য হালদারের গোলে ১-০ ব্যবধানে বালি প্রতিভা ক্লাব কে হারায়।

হাই কোর্ট মাঠে আলিপুর স্পোর্টিং ক্লাব ও ট্যাংরা এফসির খেলাটি পরিত্যক্ত হয়েছে।


Powered by Froala Editor