Search

Suggested keywords:

তৃতীয় ডিভিশনে জয়ী সোনালী শিবির, শ্যামবাজার ইউনাইটেড, জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন

তৃতীয় ডিভিশনে জয়ী সোনালী শিবির, শ্যামবাজার ইউনাইটেড, জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন

তৃতীয় ডিভিশনের খেলায় দেশবন্ধু পার্কে কাশিপুর সরস্বতী ক্লাব ও আলিপুর স্পোর্টিং ক্লাবের খেলাটি গোলশূন্য ড্র হয়।

গয়েশপুর সোনালী শিবির এসি ১-০ গোলে হারিয়েছে ট্যাংরা এফসি কে। একমাত্র গোলটি করেন তৌসিফ খান।

তিহুরিয়া মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ২-১ গোলে টাউন ক্লাবকে হারিয়েছে।শ্যামবাজারের হয়ে হল করেন সাইফুল মোল্লা ও জয়দীপ বাগী। টাউনের একমাত্র গোলটি অঙ্কিত মজুমদারের।

আরিয়াদহ মাঠে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন ২-১ গোলে হারালো গরলগাছা এস সি কে হারায়। জেফা  যাদবপুর অ্যাসোসিয়েশনের রাজ প্রসাদ ও  সৌমিত্র সর্দার গোল করেন।অন্য দিকে গরলগাছা এসসির হয়ে গোল করেন প্রসূন সমাদ্দার।

Powered by Froala Editor