তৃতীয় ডিভিশনের খেলায় আলিপুর স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে ক্যালকাটা জিমখানা কে হারায়। আলিপুরের হয়ে সাইফুদ্দিন দুটি,সঞ্জু খান রোহন ও প্রিন্স গোল করেন।
গয়েশপুর মাঠে আমুজি কাশিপুর সরস্বতী ক্লাব ১-০ গোলে হারিয়েছে কুমোরটুলি ইনস্টিটিউট কে। একমাত্র গোলটি করেন অজয় সাউ।
আরিয়াদহ মাঠে গ্রীয়ার এস সি জিত হাঁসদার গোলে হারালো ট্যাংরা এফসি কে।
তিহুরিয়া মাঠে গড়লগাছা এস সি ২-১ গোলে হারালো বালি দেশবন্ধু ক্লাব এইচ এম এস এ কে। গড়লগাছার পক্ষে অরবিন্দ টুডু ও কার্তিক মান্ডি গোল করেন। অন্য দিকে বালির গোলটি বিকাশ কুমার প্রসাদের।
দেশবন্ধু পার্কে কালীঘাট ক্লাব ২-১ গোলে হারালো মনোহরপুকুর মিলন সমিতিকে। কালীঘাটের জোড়া গোল করেন রোহিত পাসোয়ান। মিলন সমিতির গোল রাহুল জানার।
Powered by Froala Editor