Search

Suggested keywords:

আর্মি রেড ও ইউনাইটেড স্পোর্টসের খেলা ড্র

আর্মি রেড ও ইউনাইটেড স্পোর্টসের খেলা ড্র

প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে আর্মি রেড ও ইউনাইটেড স্পোর্টসের খেলাটি গোলশূন্য শেষ হয়।

প্রথম ডিভিশনের খেলায় বারাকপুর স্টেডিয়ামে অ্যাডামস ইউনাইটেড ও শালকিয়া ফ্রেন্ডসের খেলাটি ১-১ গোলে ড্র হয়। অ্যাডামস এর গোলটি ধুমু মুর্মুর, অন্য দিকে সালকিয়ার গোলটি কুণাল পাসোয়ানের। কোন্নগরে হাওড়া ইউনিয়ন ৩-০ গোলে হারালো এফসি আই ( ইস্ট জোন) কে। হাওড়ার পক্ষে গোল করেন দিব্যায়ন শর্মা,জয় কর্মকার ও নেহাল আহমেদ।


Powered by Froala Editor