Search

Suggested keywords:

প্রিমিয়ারে অন্য তিনটি ম্যাচ ড্র

প্রিমিয়ারে অন্য তিনটি ম্যাচ ড্র

প্রিমিয়ার ডিভিশনের অন্য তিনটি ম্যাচেই নিষ্পত্তি হলনা। বারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও সাদার্ন সমিতির  খেলাটি ১-১ গোলে শেষ হয়। ইউনাইটেডের গোলটি সুজল মুন্ডার, সাদার্ন এর গোলটি সোনু হালদারের। চুঁচুড়া মাঠে ওয়ারি এসি ও সুরুচি সংঘের খেলাটি ২-২ গোলে ড্র হয়। ওয়ারীর হয়ে সান্নিক মুর্মু ও রোনাল্ড সিং গোল করেন, সুরুচির হয়ে জোড়া গোল শুভঙ্কর মন্ডলের।

কল্যানী স্টেডিয়ামে পাঠচক্র ও আর্মি রেডের খেলাটি ১-১ গোলে শেষ হয়। পাঠচক্রের  হয়ে গোল করেন উদয় কুমার ঘোষ ও আর্মির গোলটি মনু প্রসাদের।

সোমবার কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় মহামেডান হাওড়া ইউনিয়ন মাঠে হাওড়া ইউনিয়ন ও তালতলা একতা সংঘের খেলাটি গোলশূন্য শেষ হয় । কোন্নগরে বেঙ্গল ফুটবল আকাদেমি ১-০ গোলে হারালো বড়িশা স্পোর্টিং ক্লাব কে। একমাত্র গোলটি করেন আনিস ওরাও। রানাঘাট স্টেডিয়ামে অনুশীলনী ও  সেলের খেলাটি ৩-৩ গোলে শেষ হয়। অনুশীলনীর পক্ষে দিপু রাজবংশী দুটি ও আকাশ হেমব্রম গোল করেন। সেলের হয়ে গোল করেন হিতেশ্বর কর্মন,পুষ্কর দত্ত ও রজনীকান্ত ত্রিপুরী। কল্যানী বি ৩ মাঠে  বেলঘরিয়া এসি ২-০ ব্যবধানে মিলন বীথিকে হারায়। বেলঘরিয়া এসির হয়ে গোল করেন শাকিল আহমেদ ও মামন মল্লিক।


Powered by Froala Editor