সম্প্রতি এ আই এফ এফের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনটি বিভাগে সেরার পুরস্কার পায় রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। সেজন্য আইএফএ কে শুভেচ্ছা জানাল ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব দুই প্রধান । রাজ্য ফুটবল সংস্থার কর্ম নিষ্ঠা, পেশাদারিত্ব, ভারতীয় ফুটবলে তার অবদানের তারিফ করে এই স্বীকৃতি শুধু মাত্র বাংলার ফুটবলের নয়, সারা দেশের ফুটবল মহলের বলে দুই প্রধান ক্লাব তাদের শুভেচ্ছা বার্তায় জানিয়েছে। পাশাপাশি আইএফএর মতো গর্বের সংস্থার অধীনে থাকার জন্য তারা গর্বিত বলে মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের লিখিত বার্তায় জানায়।
Powered by Froala Editor