Search

Suggested keywords:

ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও কালীঘাট এম এস

ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও কালীঘাট এম এস

রবিবার প্রিমিয়ার ডিভিশনের খেলায় কল্যানী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2 -0 গোলে কালীঘাট এম এস কে হারাল। বিজয়ী দলের পক্ষে গোল করেন সুজল মুন্ডা ও তারক হেমব্রম। অন্য ম্যাচে চুঁচুড়া স্টেডিয়ামে বি এস এস স্পোর্টিং ক্লাব 3-1 গোলে ওয়ারি এসি কে হারায়। বি এস এসের পক্ষে প্রীতম সরকার, রোমিন গোলদার ও সৌরভ সেন গোল করেন, পক্ষান্তরে ওয়ারীর একমাত্র গোলটি সাগর মন্ডলের।

প্রথম ডিভিশনের খেলায় মাকরদা মাঠে বরিষা এস সি ও ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এর খেলাটি গোলশূন্য শেষ হয়। কোন্নগরে বেঙ্গল ফুটবল আকাদেমি 4-0 ব্যবধানে বি এন আর কে হারায়। বি এফ এর হয়ে গোল করেন সোমনাথ হেমব্রম দুটি,মোহিত মন্ডল ও তানভীর দে।


Powered by Froala Editor