Search

Suggested keywords:

প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান

প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান

দুই প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় দিয়ে লিগ অভিযান শুরু করলেও মোহনবাগান তাদের প্রথম ম্যাচেই আটকে গেল সংবাদ প্রতিদিন ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে। 

মঙ্গলবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে প্রচুর সমর্থকের উপস্থিতিতে মাঠে নামে নতুন কোচ ডেগি কার্ডোজো র কোচিং এ মোহনবাগান। খেলার শুরুতেই গোল পেয়ে যায় তারা। বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিকে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন মোহনবাগান ফুটবলার শিবাজিৎ সিং। কিন্তু এর পর থেকেই খেলায় ফেরে সংবাদ প্রতিদিন ভবানীপুর ক্লাব। প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় উমেশ মাথুরের পাস থেকে ভবানীপুর কে সমতায় ফেরান জিতেন মুর্মু। বিরতিতে খেলার ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে দুদলই গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পেলেও গোলে পরিণত করতে পারেনি।

শুরুতেই পয়েন্ট নষ্ট করায় হতাশ সবুজ মেরুন সমর্থকেরা।

অন্য দিকে   নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচে বড় ব্যবধানে জিতল টালিগঞ্জ অগ্রগামী। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাত গোল হজম করার পর এদিন তারা ৫ -০ গোলে হারালো ইস্টার্ন রেল স্পোর্টস ক্লাব কে। টালিগঞ্জ এর পক্ষে ভবানী জয়সওয়ার ও সঞ্জয় শর্মা জোড়া গোল করেন। অন্য গোলটি সুরজিৎ কুণ্ডুর। কামালগাজীর নেতাজী সুভাষ স্পোর্টস কমপ্লেক্সের মাঠে কালীঘাট স্পোর্টস লাভারস ও পুলিশ এসির মধ্যে খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়।

Powered by Froala Editor