Search

Suggested keywords:

পঞ্চম ডিভিশনে বড় জয় বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন ও স্টার স্পোর্টিংয়ের

পঞ্চম ডিভিশনে বড় জয় বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন ও স্টার স্পোর্টিংয়ের

পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় বড় ব্যবধানে জিতল বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন। রবিবার রেঞ্জার্স মাঠে তারা মেইকং এক্স স্টুডেন্টস কে ৭ -০ গোলে পরাজিত করে।   বড় ব্যবধানে জিতল স্টার স্পোর্টস ক্লাবও। বি জি প্রেস মাঠে তারা নারকেল ডাঙ্গা স্যার গুরুদাস ইন্সটিটিউট কে ৫-১ গোলের ব্যবধানে হারায়। অন্য দুটি ম্যাচেও গোলের আধিক্য দেখা গেছে। ওয়াই এম সি এ মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব ৪-০ হলে যুগশান্তি স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।অনু দিকে পুলিশ মাঠে শিবপুর ইনস্টিটিউট ৪ -০ গোলের ব্যবধানে ক্যালকাটা পার্সি ক্লাবকে পরাজিত করেছে।

Powered by Froala Editor