টান টান উত্তেজনার ফাইনালে টাই ব্রেকারে ভবানীপুর এফসি ৪-৩ গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারিয়ে আইএফএ পরিচালিত ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে নিল ভবানীপুর এফসি। নির্ধারিত সময়ে খেলা ৭-৭ গোলে অমীমাংসিত ছিল।
এর আগে সেমিফাইনালে
ভবানীপুর এফসি ৮-০ গোলে খিদিরপুর স্পোর্টিং ক্লাব কে এবং ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ৫-৩ গোলে পাঠচক্র কে হারিয়ে ফাইনালে ওঠে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ফলে জাতীয় ফুটসল টুর্নামেন্টে বাংলার প্রতিনিধিত্ব করবে ভবানীপুর এফসি।
সোমবার হাওড়ার সবুজ সাথী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সচিব রাকেশ ঝাঁ,এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, ফুটসল কমিটির চেয়ারম্যান রবি রাউত, সদস্য শংকর রাউত, অপরূপ চক্রবর্তী, সি আর এ সভাপতি ভোলানাথ দত্ত, গভর্নিং বডির সদস্য চিত্তরঞ্জন দাস|
Powered by Froala Editor