Search

Suggested keywords:

বড় জয় বেনিয়াটোলার

বড় জয় বেনিয়াটোলার

পঞ্চম ডিভিশনের খেলায় কাস্টমস মাঠে শ্যামবাজার ক্লাব ২-১ গোলে  সাউথ ফোক ক্লাব কে হারালো । শ্যামবাজারের হয়ে অভিষেক হালদার ও জিত বর্মন গোল করেন। সাউথ ফোকের গোলটি করেন সৌম্যদীপ সাহ।

তালতলা মাঠে হাওড়া টাউন ক্লাব ২-১ গোলে গার্ডেনরিচ এসি কে হারায়। হাওড়ার হয়ে গোল করেন মহম্মদ নিজাম ও উদয় হাঁসদা। গার্ডেনরিচের গোলটি করেন পায়োনাদ দার।

পুলিশ মাঠে বালিগঞ্জ ইনস্টিটিউট ও আই বি এসির খেলাটি পরিত্যক্ত হয়েছে।

টাউন মাঠে গ্রিন পার্ক এস সি ও হোয়াইট বর্ডারের খেলাটি ১-১ গোলে শেষ হয়। গ্রিন পার্কের গোল করেন মাসুদুর রহমান ও হোয়াইট বর্ডারের হয়ে গোল করেন আতিফ হোসেন।

বিজি প্রেস মাঠে ফেডারেশন ক্লাব ও ক্যালকাটা ইউনাইটেড ক্লাবের খেলাটি  পরিত্যক্ত হয়েছে।

হাইকোর্ট মাঠে চেতলা অগ্রণী ক্লাব ২-২গোলে ড্র করলো  মার্কাস এসসির সঙ্গে । চেতলার হয়ে গোল করেন রকি ও রানা হালদার। মার্কাস এর গোল দুটি করেন সঞ্জয় মন্ডল ও দীপ মন্ডল।

ওয়াই এম সি এ মাঠে বেনিয়াটোলা ক্লাব ৪-০ গোলে হারালো সুভাষদীপ ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন অজয় মন্ডল দুটি ও সোমদেব সাউ দুটি ।

Powered by Froala Editor