মঙ্গলবার ছিল কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন বি গ্রুপের একাধিক ম্যাচ। সি এ মাঠে ফ্যাশন জোন হৃষিকেশ পার্ক ইনস্টিটিউট ১-৪ গোলে মতুয়া ফুটবল ফাউন্ডেশনের কাছে পরাজিত হয়েছে। সি এ টু মাঠে গার্ডেনরিচ এম এস ৬ -০ গোলে হারিয়েছে কারবালা এসসি কে হারায় । সি এ টু মাঠে এক্সেলসিয়রস ক্লাব ৪-১ গোলে শরৎ সমিতিকে হারিয়েছে।
Powered by Froala Editor
Related posts
ভিক্টোরিয়া, সোনারপুর ওয়াই এম এস এ, জানবাজার, কোল ইন্ডিয়ার জয়
7 September, 2024
1 mins read
Anirban Roy Sarkar