তৃতীয় ডিভিশনের খেলায় দেশবন্ধু পার্কে টাউন ক্লাব ও শ্যামবাজার ইউনাইটেড ক্লাবের খেলাটি ২-২ গোলে ড্র হয়। টাউনের হয়ে বিরসা মান্ডি ও আয়ুষ বর্ধন গোল করেন এবং শ্যামবাজারের হয়ে জয়দীপ বাগ ও সুমন্ত সরকার গোল করেন।
তিহুরিয়া মাঠে বালি প্রতিভা ও সোনালী শিবির এসির খেলাটি ২-২ গোলে ড্র হয়। বালির হয়ে আসু দেবনাথ, শান্তনু পাল গোল করেন। সোনালীর হয়ে জোড়া গোল শুভঙ্কর সর্দারের।
বিজি প্রেস মাঠে বাটা এস সি ২-১ গোলে হারালো বার্নপুর ইউনাইটেড ক্লাব কে। বাটার হয়ে রিক মালিক ও সিধু মান্ডি গোল করেন। বার্নপুরের গোলটি উজ্জ্বল হেমব্রমের।
গয়েশপুরে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব দ্যা ডেফ ৩-১গোলে বাতোর এস সি কে হারায়।বিজয়ী দলের পক্ষে রোহিত দাস,আদিত্য হালদার, রাহুল পাসোয়ান গোল করেন। বাতোরের গোলটি অবিন নস্করের।
আরিয়াদহ মাঠে বেহালা ইউথ অ্যাসোসিয়েশন ৩-০ গোলে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন কে হারায়। বেহালার পক্ষে মাসুদুর রহমান, রক্তিম জানা ও সালমান দেওয়ান গোল করেন।
Powered by Froala Editor