প্রিমিয়র ডিভিশনের ম্যাচে আবার জিতল ভবানীপুর ক্লাব। ব্যারাকপুরে বিভূতিভূষণ স্টেডিয়ামে তারা ৩-১ গোলের ব্যবধানে হারাল টালিগঞ্জ অগ্রগামীকে। ভবানীপুরের হয়ে জোড়া গোল জিতেন মুর্মুর। অন্য গোলটি করেন আজহারউদ্দিন মল্লিক। টালিগঞ্জের একমাত্র গোলটি সঞ্জয় শর্মার।
উলুবেড়িয়া স্টেডিয়ামে অন্য ম্যাচে পুলিশ এসি ও ইস্টার্ন রেল স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি গোল-শূন্যভাবে শেষ হয়েছে।
কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাব ২-১ গোলে হারিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে। ক্যালকাটা পুলিশের পক্ষে গোলদাতারা হলেন সমীর বায়েন ও রবি দাস। অন্যদিকে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের হয়ে একমাত্র গোলটি করেন সৈকত সরকার।
Powered by Froala Editor