ভুল রেফারিংয়ের শিকার বাংলা। বিহারের বেগুসরাইয়ে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া গেমসে অনূর্ধ্ব-১৮ বাংলা দলকে রেফারির ভুল সিদ্ধান্তে বিদায় নিতে হল। শনিবার মেঘালয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল বাংলা। একমাত্র গোলটি ছিল ইরফান সর্দারের। এরপরেই সেই বিতর্কিত সিদ্ধান্ত। পেনাল্টি বক্সের বাইরে মেঘালয়ের এক ফরোয়ার্ডকে ফাউল করা হলেও রেফারি বাংলার বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত দেন। এই বিতর্কিত পেনাল্টি এবং বাংলার খেলোয়াড়দের দেখানো দুটি লাল কার্ডই বাংলাকে ম্যাচ ও টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। শেষ পর্যন্ত বাংলা দল ১-৩ গোলে হেরে যায়।
Powered by Froala Editor