প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে উঠেই সুপার সিক্সে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব কে হারিয়ে দিল সুরুচি সংঘ। মঙ্গলবার বারাকপুর স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয় সুরুচি সংঘ। প্রথমার্ধে লালগাইসাকার গোলে এগিয়ে ছিল মহামেডান। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার ছবিটা বদলে যায়। সুরুচির আবু সুফিয়ান শেখ গোল করে দলকে সমতায় ফেরান। খেলার শেষ দিকে সঞ্জয় ওরাও গোল করে দলকে ২-১ গোলে জয় এনে দেন।
Powered by Froala Editor
Related posts
প্রথম ডিভিশনে ডালহাউসি এসির জয়, তৃতীয় ডিভিশনে মনোহর পুকুর মিলন সমিতির জয়
11 August, 2024
1 mins read
Anirban Roy Sarkar