বাংলার ম্যাচ কমিশনারের অভাব মেটানোর জন্য বাংলায় আরও বেশি সংখ্যক ম্যাচ কমিশনার তৈরির লক্ষ্যে উদ্যোগ নিল আইএফএ। রেফারিদের নিয়ে এক রিফ্রেসমেন্ট ওয়ার্কশপের আয়োজন করল রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। শুক্রবার আইএফএ অফিসে রেফারিদের এই ওয়ার্কশপ পরিচালনা করেন এআইএফএফ ম্যাচ কমিশনার অরুণাভ ভট্টাচার্য। এই প্রসঙ্গে আইএফএ’র সহসচিব সুদেষ্ণা মুখার্জি জানালেন, বাংলা থেকে ম্যাচ কমিশনারের সংখ্যা বাড়াতে আইএফএ
‘র এই প্রয়াস। এদিনের ওয়ার্কশপ তার প্রথম ধাপ বলা যেতে পারে।
অন্যদিকে শুক্রবার কলকাতা ফুটবল লিগে রেফারিং নিয়ে কলকাতা রেফারি সংস্থার কর্তা এবং আইএফএ’র রেফারিজ কমিটির সদস্যদের নিয়ে এক বৈঠকে মিলিত হলেন আইএফএ শীর্ষ কর্তারা।
Powered by Froala Editor