শুরু হতে চলেছে স্টেট ইউথ লিগ। অনুমোদিত অ্যাকাডেমি গুলোকে নিয়ে অনূর্ধ্ব -১৩, অনূর্ধ্ব -১৫ ও অনূর্ধ্ব - ১৭ এই তিনটি বিভাগে প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামী ১২ এপ্রিল। মঙ্গলবার আইএফএ অফিসে প্রতিযোগী অনুমোদিত অ্যাকাডেমি গুলোকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই এই প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস করা হয়। বৈঠকে অ্যাকাডেমি গুলির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, আইএফএ সি ই ও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায় ও টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষ।
Powered by Froala Editor