সুপার সিক্সের খেলায় বৃহস্পতিবার বারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাবকে রুখে দিল ক্যালকাটা কাস্টমস ক্লাব। খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলে দ্বিতীয়ার্ধে তীব্র লড়াই দেখা গেল। শেষ পর্যন্ত খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। ভবানীপুরের হয়ে গোল করেন বাসুদেব মান্ডি ও উমেশ মাথুর। অন্য দিকে কাস্টমসের গোল দুটি করেন অর্পণ শেঠ ও আমন রশিদ।
Powered by Froala Editor
Related posts
চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জয় ইউনাইটেড কলকাতা, শ্রীভূমী ও বি এন আরের
4 November, 2024
1 mins read
Anirban Roy Sarkar