পঞ্চম ডিভিশনের এ গ্রুপের চ্যাম্পিয়ন শিপের নক আউটের ফাইনালে মুখোমুখি পাঞ্জাব স্পোর্টস ক্লাব ও বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব। বৃহস্পতিবার বিধাননগর টু মাঠে আই বি এসি কে ৩-০ গোলে হারালো বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব। বিজয়ী দলের পক্ষে গোল করেন জাহির হোসেন সর্দার, রনি দাস ও সুজন গায়েন।
অন্য ম্যাচে পাঞ্জাব স্পোর্টস ক্লাব ৩-০ গোলে হারালো ন্যাশনাল এসি কে। পাঞ্জাবের হয়ে গোল করেন কিশোর বর্মন দুটি ও প্রীতম মারিক।
Powered by Froala Editor