প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ার পরে দ্বিতীয় ম্যাচেও জয় পেল বাংলা। জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় ছত্তিশগড়ে নারায়নপুর রামকৃষ্ণ মিশন মাঠে মঙ্গলবার তারা ২-০ গোলে হারালো কেরলকে। বাংলার পক্ষে গোল করেন সাগুন হেমব্রম ও দেবজিত দত্ত। বাংলার পরের খেলা বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিপক্ষে।
Powered by Froala Editor