Search

Suggested keywords:

গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস কে হারিয়ে নক আউটে বাংলা

গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস কে হারিয়ে নক আউটে বাংলা

অপরাজিত ভাবে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছল বাংলা। সন্তোষ ট্রফির মূল পর্বে হায়দ্রাবাদের ডেকান এরিনায় সোমবার সন্ধ্যায় তারা ১-০ গোলে হারালো গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস কে। বাংলার জোড়া গোল মেশিন রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠা কে রিজার্ভ বেঞ্চে রেখেই দল নামিয়েছিলেন কোচ সঞ্জয় সেন। প্রথমার্ধের খেলায় দুদলই একে অপরকে মেপে নিতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটে দুরপাল্লার শটে দর্শনীয় গোল করে বাংলাকে এগিয়ে দেন বাসুদেব মান্ডি। তার পরই আক্রমণ বাড়াতে থাকে বাংলা। আরও একাধিক গোলে সুযোগ এসেছিল। তবে গোল সংখ্যা আর বাড়েনি। শেষ লগ্নে সার্ভিসেস ও সমতার সুযোগ পেয়েছিল। কিন্তু গোলরক্ষক সৌরভ সামন্তের দৃঢ়তায় সেসব প্রতিহত হয়।


Powered by Froala Editor