দীর্ঘ আট বছর পরে বাংলায় সন্তোষ ট্রফি এসেছে। চারদিকে তাই তুমুল উৎসাহ এই দলটাকে নিয়ে। ময়দানে ও ময়দানের বাইরে বিভিন্ন এলাকায় সংবর্ধিত করা হয়েছে। শুক্রবার ছিল রাজ্য ফুটবল সংস্থা আইএফএর সংবর্ধনা অনুষ্ঠান। সত্যি বলতে কোনও দ্বিধা নেই, আমাদের খেলোয়াড়ি জীবনে একাধিকবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম, কিন্তু কোনও দিন এই রকম সংবর্ধনা পাওয়ার কথা কল্পনা করতে পারিনি। সচিব অনির্বাণ দত্তকে ধন্যবাদ, তিনি বাংলার এই সফল ফুটবলারদের জন্য এমন একটা মঞ্চ তৈরি করলেন, যা যে কোনোও ফুটবলারকে উজ্জীবিত করবে বাংলার হয়ে সেরাটা দেওয়ার জন্য।
এত রঙিন অনুষ্ঠান খেলার মাঠে সচরাচর দেখতে পাওয়া যায় না। আমাদের মতো প্রাক্তন ফুটবলারকে আমন্ত্রণ জানানো খুবই সম্মানিত বোধ করেছি। প্রাক্তনদের হাত দিয়ে নবীন প্রজন্ম কে স্বীকৃতি জানানোর পরিকল্পনাটাও মন ছুঁয়ে গেছে। এই প্রসঙ্গে সঞ্জয় সেনকে আরও একবার ধন্যবাদ জানাই চ্যালেঞ্জ নিয়ে দলকে সাফল্যের আলো দেখানোর জন্য। আর বাংলার ফুটবলারদের উদ্দেশ্যে বলব, তোমরা আরও উন্নতি করো। রাজ্য সরকার ও আইএফএ তোমাদের পাশে সব সময় আছে।
Powered by Froala Editor