প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হল ডায়মন্ড হারবার এফসি কে। জবি জাস্টিন, রাজু গাইকোয়ারের মতো অভিজ্ঞ ফুটবলার সমৃদ্ধ ডায়মন্ড হারবার এফসি বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে প্রথমার্ধের ২৯ মিনিটের মাথায় জবি জাস্টিনের গোলে এগিয়ে যায়। কিন্তু লড়াই ছাড়েনি ইউনাইটেড স্পোর্টস এর খেলোয়াড় রা। বিরতির মিনিট পাঁচেক আগে দর্শনীয় গোল করে দলকে সমতায় ফেরান ইউনাইটেডের দীপেশ মুর্মু। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে জবি জাস্টিন জয়সূচক গোল করে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডায়মন্ড হারবারের এই ফুটবলার। অন্য দিকে কল্যানী স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে সুরুচি সংঘ ২ -১ গোলে হারায় কালীঘাট এম এস কে। সুরুচির পক্ষে জোড়া গোল করেন বাবলু ওরাও। কালীঘাট মিলন সংঘের একমাত্র গোলটি শিভান খারগার। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুরুচি সংঘের বাবলু ওরাও।
চুঁচুড়া স্টেডিয়ামে সারদান সমিতির বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় পেল বি এস এস এস স্পোর্টিং ক্লাব। শুরুতে সাদার্ন সমিতি সতীশ হাওলাদারের গোলে এগিয়ে গেলেও বিরতির পর বি এস এস স্পোর্টিং এর সুকুরাম সর্দার ও শুভঙ্কর দাসের গোলে জয় লাভ করে। নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে খিদিরপুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারালো মেসারার্স ক্লাবকে। খেলার ৫৫ মিনিটে ভানলাল পুঁইয়ার গোলে খিদিরপুর জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খিদিরপুর গোলরক্ষক কেভিন কোসে।
এদিনের সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল এরিয়ান ক্লাব। ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে তারা তাদের প্রথম ম্যাচে আর্মি রেড দলকে ৬ -০ গোলে পর্যদুস্ত করে। এরিয়ানের পক্ষে বিশ্বজিৎ মুর্মুর জোড়া গোল ছাড়াও গোল করেন রাজু ওরাও, বাপি বর্মন, বিক্রম খান ও সৌরভ হাঁসদা। ম্যাচের সেরা এরিয়ানের বিশ্বজিৎ মুর্মু।
Powered by Froala Editor