মহমেডান স্পোর্টিং ক্লাব আবার হারের মুখে পড়ল। শনিবার ঘরের মাঠে সাদা কালো শিবির মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে। ইউনাইটেড স্পোর্টস ক্লাব ৩-১ গোলে মহমেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে লিগ টেবিলে ভালো জায়গায় চলে গেলো। সুপার সিক্সে খেলবার জন্যে বড় পদক্ষেপ রাখল। এদিন খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ গড়ে তুলতে তৎপর হয়। গোল করার মতো সুযোগ এলেও কোনও দলই তা কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয় পর্বে ইউনাইটেড স্পোর্টিং এর ফুটবলাররা অনেক বেশি উজ্জীবিত ফুটবল খেলে ৪৭ মিনিটে গোল পেয়ে যায়। হেডে গোল করেন রোমিংথাঙ্গা। সাদা কালো শিবিরের ফুটবলাররা খেলায় সমতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। তারই মাঝে পাল্টা আঘাত হেনে ৮১ মিনিটে সুজল মুন্ডা দারুন গোল করে ইউনাইটেডকে ২-০ গোলে এগিয়ে দেন। তারপরে মহমেডানের মহিতোষ রায় গোল করে ব্যবধান কমান। দ্বিতীয় পর্বের সংযুক্ত সময়ে সুজল মুন্ডা আবার গোল করে(৩-১) ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের জয়কে নিশ্চিত করেন।
অন্য খেলায় খিদিরপুর ৪-৩ গোলে সাদার্ন সমিতিকে আর ওয়াড়ি এ সি ১-০ গোলে পাঠচক্রকে পরাস্ত করে।
Powered by Froala Editor