প্রিমিয়র ডিভিশনের অন্য ম্যাচে বড় জয় ভবানীপুরের। শনিবার নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে ৫-১ গোলে তারা হারাল কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন কে। ভবানীপুরের পক্ষে জিতেন মুর্মু, রিজওয়ান , জোজো, উমেশ মাথার ও মনোতোষ মাঝি গোল করেন। কালীঘাটের একমাত্র গোলটি রোশন বই এর।
কল্যাণী স্টেডিয়ামে অন্য ম্যাচে পিয়ারলেস স্পোর্টস ক্লাব ৩-০ গোলে হারাল পুলিশ এসি কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন monai, chyne ও অমরনাথ বাসকে।
Powered by Froala Editor