Search

Suggested keywords:

সেন্ট্রাল ও ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবের খেলা ড্র

সেন্ট্রাল ও ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবের খেলা ড্র

চতুর্থ ডিভিশনের খেলায় তালতলা মাঠে সেন্ট্রাল ক্যালকাটা এস সির বিরুদ্ধে ওয়াক ওভার পায় চৈতালি সংঘ। কাস্টমস মাঠে কসবা সেন্ট্রাল ও ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। কসবার  পক্ষে গোল জাহিবুল শেখ ও রেঞ্জার্সের গোলটি রনজিৎ হাজরার। ওয়াই এম সি এ মাঠে বরানগর শিব শংকর এস সি ১-০ গোলে আরিয়াদহ স্পোর্টিং ক্লাব কে হারায়। একমাত্র গোলটি করেন দিব্যাংশ তেওয়ারি।

পঞ্চম ডিভিশনের খেলায় টাউন মাঠে ন্যাশনাল এসি ২-১ গোলে হারালো কলকাতা ইউনিয়ন স্পোর্টিং কে। ন্যাশনাল এর হয়ে  গোল করেন সুমিত কারকেটটা ও শাহীদুল আনসারি। অন্যদিকে  কলকাতা ইউনিয়নের গোলটি  স্বাগত মুন্ডার।


Powered by Froala Editor