Search

Suggested keywords:

আই এফ এর উদ্যোগে রেফারি ওয়ার্কশপ

আই এফ এর উদ্যোগে রেফারি ওয়ার্কশপ

আসন্ন কলকাতা ফুটবল লিগের আগে আই এফএর উদ্যোগে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ পরিচালনা কারী রেফারি এবং অমা আরও কিছু রেফারিদের নিয়ে রেফারি রিফ্রেশার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে  এই ওয়ার্কশপে সদ্য সমাপ্ত আই এস এলের ম্যাচের ভিডিওর মাধ্যমে  সংশ্লিষ্ট ম্যাচের রেফারিদের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে পর্যালোচনা করা হয়। এছাড়াও মাঠে বিভিন্ন ঘটনায় রেফারিদের  ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এই ওয়ার্কশপের পরিচালনার দায়িত্বে ছিলেন চিফ রেফারিং অফিসার ,এ আই এফ এফ ট্রেভর কেটেল, ন্যাশনাল রেফারি ম্যানেজার এ আই এফ এফ রাহুল কুমার গুপ্ত, এআইএফএফ ভিডিও অ্যানালিস্ট আশুতোষ সুরেশ খালে এবং জোনাল রেফারি ডেভেলপমেন্ট অফিসার ইস্টার্ন রিজিওন পীযূষ বিশ্বাস।


Powered by Froala Editor