পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর ও আইএফএর যৌথ উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব চোদ্দ আন্ত জেলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দক্ষিণ চব্বিশ পরগনা। শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙায় বড়ুয়া যুবক সংঘ মাঠে ফাইনালে তারা পশ্চিম বর্ধমান কে ৪-১ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শাহ আলম মোল্লা ও শুভদীপ পাত্র দুজনেই জোড়া গোল করে। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি সাগিন হাঁসদার। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় দক্ষিণ চব্বিশ পরগনার শুভদীপ পাত্র। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে পশ্চিম বর্ধমান দল।
ফাইনালে উপস্থিত ছিলেন আইএফএ যুগ্ম সহসচিব মহম্মদ জামাল ও যুগ্ম সহ সচিব ও মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সচিব বিশ্বজিৎ ভাদুড়ী সহ স্থানীয় জন প্রতিনিধিরা।
Powered by Froala Editor