দ্বিতীয় বছরের মহিলা আইএফএ শিল্ড শুরু হতে চলেছে। সম্ভবত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতার চারটি দল ও ভিন রাজ্যের দুটি দলকে নিয়ে এই প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ শুরু হতে চলেছে। মঙ্গলবার আইএফএ অফিসে আইএফএ উইমেন্স কমিটির সভায় এই নিয়ে প্রাথমিক আলোচনা হয়। প্রতিযোগিতার ভেন্যু এখনও চূড়ান্ত নয়। এছাড়াও এই সভায় কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বি এর খেলা নিয়েও আলোচনা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী কাল বুধবার কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বি এর অংশগ্রহণকারী দল গুলিকে নিয়ে এক বৈঠক নির্ধারিত রয়েছে। এ দিনের বৈঠকে উইমেন্স কমিটির সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা, সৌরভ পাল, সহ সচিব রাকেশ ঝাঁ,মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।
Powered by Froala Editor