জমে উঠেছে কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বি এর লড়াই। মঙ্গলবার চুঁচুড়া ইস্টার্ন মাঠে ইউনাইটেড কলকাতা এস সি ৫-০ গোলে দেবাঞ্জন এস জি এ ইনভেনশন ফুটবল কোচিং সেন্টার কে হারায়। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হাওড়া উদ্যোগী ৯ -০ গোলে বেহালা ঐক্য সম্মিলনী কে হারায়। ড . বি আর আম্বেদকর এসি মাঠে দুর্বার স্পোর্টস অ্যাকাডেমি ৬-০ গোলে অখিল ভারতীয় এভিপি কে হারায়। ধরমপুর এসি মাঠে ইউথ ফুটবলারস ডাবলু এ ২-০ গোলে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব কে হারিয়েছে।
Powered by Froala Editor
Related posts
অ্যালবার্ট,ওল্ড ফ্রেন্ডস,কসবার জয়/জিতল পাঞ্জাব এস সি,পার্সি ও তপন মেমোরিয়াল
5 September, 2024
1 mins read
Anirban Roy Sarkar